পরোক্ষ ধূমপানে শিশুর ধমনিতে স্থায়ী ক্ষতি
শিশুর আশপাশে ধূমপান করলে তার ধমনিতে স্থায়ী ক্ষতি হয়। এ ধরনের ধূমপানের প্রভাবে শিশুর রক্তনালি নির্দিষ্ট সময়ের তিন বছরের বেশি সময় আগে অপরিণতভাবে বুড়িয়ে যায়। তিন থেকে ১৮ বছরের দুই হাজারেরও বেশি শিশুর ওপর গবেষণা চালিয়ে ইউরোপিয়ান হার্ট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে। গবেষণাটির নানা দিক তুলে ধরে বিবিসি অনলাইনের খবরে আজ বুধবার জানানো হয়, ধূমপানের পরোক্ষ প্রভাবে রক্তনালির দেয়াল পুরু হয়ে যায়। এতে পরবর্তী জীবনে হূদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যদি শিশুর বাবা-মা উভয়েই ধূমপান করেন, তবে এই...
Posted Under : Health News
Viewed#: 11
আরও দেখুন.

